নাটালী পোর্টম্যানের বাংলা সংস্করন

Kamdev 2014-08-01 Comments

আমি হাতে জোরে জোরে চাপ দিয়ে উত্তর দিলাম।

আমি এর আগে খুব বেশী প্লেনে উঠিনি। জানালা দিয়ে রাতের ঘুমন্ত শহর দেখতে দেখতে মেঘের উপরে চলে গেল প্লেনটা। রিমি বললো, এখন ঘুমিয়ে নেই, এনার্জি ধরে রাখতে হবে।

চার ঘন্টা পর কুয়ালালামপুর। এখানে নয় ঘন্টা যাত্রা বিরতি। এয়ারপোর্টে খেয়ে টুকটাক কথা বার্তা বলছি আমরা। অনেক বাংলাদেশী বা ভারতীয় উপমহাদেশের লোকজন। রিমি আগেও কয়েকবার জাকার্তা এসেছে। সে বললো, পরিচিত লোকজন থাকা অস্বাভাবিক না। মাত্র কয়েকঘন্টা আমরা একসাথে অথচ আমার মনে হতে লাগলো আগাগোড়া আমরা একসাথেই ছিলাম। কাচের জানালা দিয়ে প্লেন ওঠা নামা দেখলাম। রিমি বললো, বাংলাদেশের মত গরীব দেশে নিউক্লিয়ার এনার্জি ছাড়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্স যেমন তাদের ৮০% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার সোর্স থেকে তৈরী করে … শুনতে শুনতে ওর হাত ধরে মুঠোয় নিলাম, ওর হাত থেকে যে পরিমান চার্জড পার্টিকল আমার শরীরে ঢুকছে ঐ এনার্জিরই বড় প্রয়োজন অনুভব করছি।

জাকার্তা পৌছলাম সন্ধ্যার সময়। এয়ারপোর্টে রিসিভ করার জন্য লোক দাড়িয়ে ছিল। তার সাথে গাড়ীতে করে হোটেল। ক্রিস্টোফার আর বেথও আছে এই হোটেলে, তারা একদিন আগে এসেছে। বাইরে ভাল রকম বৃষ্টি। ডাবল বেডের রুম। রিমি ঢুকে দুরের বেডটা দেখিয়ে বললো, ওটা তোমার। হালকা হয়ে নাও, তারপর নীচে গিয়ে ডিনার করবো। হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নিলাম। সেরকম কিছু নিয়ে আসি নি, এগুলোই রিসাইকেল করে করে চলতে হবে। রিমিও চেঞ্জ হয়ে নিল। হোটেলের নীচের ফ্লোরে রেস্তোরা। ক্রিস আমাকে দেখে বললো, হাউ’জ গোয়িং ইয়ং ম্যান

– ফাইন আই গেস

– এনজয় দা টাইম, দিজ আর ওয়ান্ডার ইয়ার্স অফ ইয়োর লাইফ

খেয়ে দেয়ে রিমি ওদের কাছে বিদায় নিল। উপরে উঠতে উঠতে বললো, কালকে ভোরে উঠতে হবে, সকালের সেশনে আমার প্রেজেন্টেশন। এই দুইদিন কিছু মনে করো না, আমি একটু সেলফিশ থাকবো, তারপর তোমার সাথে তিনদিন।

– নো প্রবলেম, আমার জন্য চিন্তা করার দরকার নেই

সকালে আমি উঠতে উঠতে দেখি রিমি রেডী হয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে কাছে দাড়িয়ে তারপর বললো, যাই।

এগারটা পর্যন্ত হোটেলের ফ্রী ব্রেকফাস্ট। মাফিন ওয়াফল টাইপের ভুয়া কিছু খাবার। সকালে স্নান দিয়ে বের হয়েছি। ফ্রেশ লাগছিল। বের হয়ে রাস্তায় হাটতে হাটতে মানুষজন দেখতে লাগলাম। মুসলিম দেশ কিন্তু রাস্তাঘাটে অনেক মেয়ে। বাংলাদেশের মত রক্ষনশীল না মনে হয়। আমাদের দেশে তো পড়াশোনা করে মেয়েরা ঘরে বৌ হয়ে বসে থাকে, বেশীরভাগ হাজবেন্ড শশুর শাশুড়ী ঘরের বৌকে চাকরী করতে দিতে চায় না। সময় আর সম্পদের কি নিদারুন অপচয়। স্টারবাকস দেখে ঢুকলাম। নাম শুনেছি অনেক। দাম দেখে চোখ মাথায় উঠলো। ভদ্রভাবে বের হয়ে যাওয়া দরকার। রাস্তায় এসে আবার মেয়ে দেখা শুরু করলাম। বাংলাদেশের পাহাড়ী মেয়েদের সাথে মিল আছে, কিন্তু এরা একটু পাতলা, আর কালচে। কিছু মেয়েকে মনে হয় এক হাতে কোলে নিতে পারবো।

সন্ধ্যার অনেক পরে এল রিমি। ওর চেহারায় দেখলাম বেশ টায়ার্ড।

– স্যরি, সারাদিন ভীষন ব্যস্ততা গিয়েছে

– ধুর, এজন্য স্যরি বলার কিছু নেই। আমি আশে পাশে ঘুরে ভাল সময় কাটিয়েছি

তাড়াতাড়ি খেয়ে রিমি ল্যাপটপে তার পরবর্তি দিনের পেপার রেডি করছিল। কালকের পর কি হবে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে রিমি ধাক্কাধাক্কি করে ঘুম থেকে তুললো, যাচ্ছি আমি। আজকে কিন্তু আধাবেলা সেমিনার। খুব দুরে যেও না।

– ঠিক আছে, দুপুরের মধ্যে রুমে চলে আসবো

অন্তত এই শহরটাতে টুরিস্ট অনেক। আমাদের শহরে টুরিস্ট মনে হয় ভয়ে আসে না। ভীড় আর আইনশৃঙ্খলার বাজে অবস্থা। বিশেষ করে মেয়ে টুরিস্ট দেখলে তো দাড়ি টুপী বাঙালীর মাথা খারাপ হয়ে যায়। দেশের একটা বড় অংশ এখনও মধ্যযুগে পড়ে আছে সন্দেহ নেই।

একটার মধ্যে হোটেলে চলে এলাম। স্নান করব কি না ভাবছি। রিমি এখনও বলে নি নেক্সট কোথায় যাবো। শেভ করছি তখন রিমি এসে ঢুকলো

– তাড়াতাড়ি নীচে চলো

– কেনো

– টিকেট কাটবো

– জাস্ট পাচ মিনিট। আপনার পেপার রিডিং কেমন হলো

– ওকে। চলে আর কি। বাদ দাও। ঝামেলা শেষ এখন নেক্সট প্রজেক্ট

নীচে গারুদার টিকেট কাউন্টার আছে। রিমি গিয়ে মেডান সিটির টিকেট কাটলো দুটা। সাতশ ডলার। সন্ধ্যায় ফ্লাইট। হোটেল বুকিং দেয়া হলো এখানে থেকে। আমাকে বললো, চলো ব্যাগ পত্র গুছাই। ক্রিস আর বেথ যাচ্ছে বালি। আমি বললাম, মেডান আবার কি জায়গা, কখনো নাম শুনি নি

– আছে। সুমাত্রায়। বালির মত পপুলার না এই আর কি।আমরা মেদানে রাতে থাকবো, আমরা যাবো টোবা তে

– টোবা?

– হু। লেক টোবা। ক্যালডেরা। জায়ান্ট ভলকানো আছে ওর নীচে।

– বলেন কি

– গেলেই দেখবে, আসার আগে অনেক খুজেছি। একটু একজটিক প্লেস খুজছিলাম যেখানে খুব খরচ না করে যাওয়া যায়।

হোটেলের বাসে এয়ারপোর্টে এলাম। দুঘন্টার ফ্লাইট। ভেতরে ভেতরে আমি বেশ একসাইটেড, রিমি ক্লান্ত। পুরো পথ সে ঘুমিয়ে কাটাল। এখানে একটা জিনিশ ভালো যে হোটেলগুলোর শাটল থাকে। নাহলে অচেনা শহরে ঝামেলায় পড়তে হতো। হোটেলে চেক ইন করে রুমে ঢুকতে ঢুকতে রাত এগারটা। হোটেলের মান মোটামুটি, জাকার্তায় যেখানে ছিলাম তার চেয়ে কিছুটা খারাপ। রিমি ঘুমিয়ে উঠে ভাল বোধ করছে। তার সেই ঠোট চেপে হাসি দিয়ে বললো, কি হে রোমিও কথা কমে গেল কেন?

– ওহ না, কমে যাবে কেন, একটু ধাতস্থ হচ্ছি

– কালকে আরো জার্নি করতে হবে, বাসে করে লেক টোবাতে যাবো

– নো প্রবলেম

– তো এডভেঞ্চার ম্যান, এখন তোমার পালা, মনে রাখবে আমাদেরকে কেউ দেখার নেই, জানার নেই, এখানকার মানুষের ভীড়ে আমরা একা

– অফ কোর্স। কিন্তু আপনি বলেন। আপনি আমার চেয়ে হাজারগুন রিসোর্সফুল

– ওকে লেটস টক। সারারাত কথা বলে কাটিয়ে দেই কেমন হয়

Comments

Scroll To Top