নাটালী পোর্টম্যানের বাংলা সংস্করন

Kamdev 2014-08-01 Comments

– ভীষন ভালো হয়

– তাহলে স্নান করে ফ্রেশ হয়ে আসি, গরমে ঘামে অস্বস্তি লাগছে

আমি স্নান করে দাত টাত ব্রাশ করে চুল আচড়ে এসে বসলাম। রিমি অনেক সময় নিয়ে বাথরুম থেকে বেরুলো। মাথার চুল মুছতে মুছতে ওকে বেরোতে দেখে মনের অজান্তে বলে ফেললাম

– ওয়াও

– উ

– প্রিন্সেস প্যাডমিকে চিনেন, তেমন লাগছে

– স্টার ওয়ার্স? ঠোটে দাগ লাগিয়ে আসবো তাহলে

– দাড়ান আমি করে দেই

আমি লিপস্টিক নিয়ে বাথরুমের আয়নার সামনে দাড়িয়ে ওর ঠোটে লম্বা দাগ টেনে দিলাম। এই প্রথম রিমির অনুমতির জন্য অপেক্ষা না করে ওর দুই কানের পাশ দিয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো শক্ত করে ধরলাম। হৃৎপিন্ডটা গলার কাছে চলে এসেছে তখন। ওর বড় বড় চোখ নিষ্পলক আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখটা সামনে নিয়ে ওর ঠোটে চুমু দিলাম। প্রথমে শুকনো ঠোটে চুমু। তারপর রিমি তার মুখটা সামান্য খুলে দিল। আমি উপরের ঠোট টা খেলাম শুরুতে। তারপর অধরাটা ধরলাম। ইলেকট্রিক ফিলিংস। রিমি অল্প অল্প করে রেসপন্ড করলো। আমি মাথাটা দুরে নিয়ে একনজর দেখলাম ওকে, আমার দিকে তাকিয়ে স্মিত হেসে চোখ নামিয়ে নিল। জড়িয়ে ধরলাম মেয়ে প্রানীটাকে। অনেকদিন মনে মনে জড়িয়ে ধরেছি এবারই প্রথম বাস্তবে। চোখ বন্ধ করে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে সময় চলে যাচ্ছিলো।

বিছানায় গিয়ে মুখোমুখি কাত হয়ে আধশোয়া হয়ে রইলাম। দুজনেরই কেন যেন খুব হাসি পাচ্ছে। এক ধরনের জয়ী হওয়ার আনন্দ আমার ভেতরে। গল্প শুরু হলো। রিমির জানাশোনার পরিধি বেশী, অদ্ভুত সব কৌতুহল তার

– তুমি বলো মানুষের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা প্রায় সমান কেন? যেখানে অন্যান্য প্রাইমেটদের মেয়ে সংখ্যা ছেলেদের কয়েকগুন

– তা তো জানি না। আমি জানি যে অনেক পাখীর মধ্যে ছেলে মেয়ের সংখ্যা কাছাকাছি

– হু। কিন্তু মানুষের কেন?

– নো আইডিয়া, আপনি কি বিবর্তনবাদে বিশ্বাস করেন?

– এভুলুশন কি বিশ্বাস? এভুলুশন হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট কে বিশ্বাস করলো কি না করলো তাতে কিছু আসে যায় না

– ও তাই নাকি, আমার ধারনা ছিল এটা জাস্ট একটা থিওরী

– জেনেটিক্স এ মডার্ন রিসার্চের আগ পর্যন্ত থিওরী বলা যেত, কিন্তু এখন তো তুমি মাইক্রোস্কোপের নীচে দেখতে পাবে এভুলুশন

– রিয়েলী, তাহলে বলেন বানর থেকে এখন কেন মানুষ হচ্ছে না

– এনসিয়েন্ট প্রাইমেট থেকে মানুষ, শিম্পাঞ্জী, বনোবো বিবর্তন হতে মিলিয়নস অফ ইয়ার্স সময় লেগেছে, এখন তুমি যদি আরো কয়েক কোটি বছর বসে থাকতে পারো তাহলে তুমিও বর্তমান স্পিশিস গুলোর পরিবর্তন দেখতে পাবে। বিবর্তন সব সময়ই চলছে। এ মুহুর্তে তোমার আমার মধ্যে হচ্ছে। মিনিংফুল চেঞ্জ হতে এত লম্বা সময় লাগে যে পরিবর্তন গুলোকে অবিশ্বাস্য মনে হয়। তুমি আগ্রহী হলে আমার কাছে চমৎকার কিছু বই আছে, ধার দিতে পারি, মনে করে ফেরত দিলেই হবে।

– আসলে আমি বিবর্তনবাদের ব্যাপারে এগনস্টিক মনোভাব রাখি, সত্যি হলেও সমস্যা নেই, মিথ্যা হলেও অসুবিধা দেখি না

– ভুল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা জানা খুবই জরুরী, তুমি কি জানো এরকম ছোট ছোট ভুল ধারনা আমাদের বড় বড় সিদ্ধান্তকে ভীষন প্রভাবিত করে

– হয়তো হয়তো, এখন বলেন ছেলে মেয়ে সংখ্যা সমান কেন, মেয়ে বেশী হলে ভালই হতো

– হা হা। তোমার জন্য ভাল হতো। চার পাচটা বিয়ে করতে পারতে।

– খারাপ কি

– মানুষের মধ্যে ছেলেমেয়ের সংখ্যা কাছাকাছি কারন মানুষের শিশু জন্মায় অপরিনত অবস্থায়। একটা বাছুর জন্ম হয়েই হাটতে পারে। মানুষ জন্মের পরে এক বছর সময় নেয় হাটতে। মানুষের শিশুর জন্য দুজন প্যারেন্ট দরকার, এভাবে ওভার টাইম ন্যাচারাল সিলেকশনের জন্য ছেলে মেয়ের সংখ্যা সমান হয়ে গিয়েছে

– ইন্টারেস্টিং। আমার একটা ফ্যান্টাসী ছিল একটা দেশে গিয়ে পড়বো যেখানে সবাই মেয়ে শুধু আমি ছেলে

– হোয়াই? এত মেয়ে দিয়ে কি লাভ তোমার। এই যেমন আমি একাই কি তোমার জন্য যথেষ্ট নই?

 

আড্ডা মেরে আড়াইটা বেজে গেল। দুজন মুখোমুখি হাতে হাত জড়িয়ে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে হোটেল থেকে বের হয়ে গন্তব্য পারাপাত। বাসে যাওয়া যায়, অবস্থা আমাদের দেশী লোকাল বাসের মত। আমরা হোটেল থেকে আরও দুটো ট্যুরিস্ট কাপলের সাথে মিনিভ্যান নিলাম।কাপল দুটো খুব সম্ভব চীন বা তাইওয়ান থেকে। ভাঙা ভাঙা ইংলিশ বলতে পারে। সকাল থেকেই বৃষ্টি। তাও ভালো, ভ্যাপসা গরমে অস্বস্তি লাগছিল। রিমি আর আমি সবচেয়ে পেছনের সীট টা দখল করে বসলাম। লেক টোবা নিয়ে একটা বই জোগাড় করেছে রিমি। পৃথিবীতে হাতে গোনা কয়েকটা সুপারভলকানো আছে তার মধ্যে সবচেয়ে বড় লেক টোবা। বৃষ্টির ছাট এসে জানালায় লাগছে। আমরা জড়াজড়ি করে রইলাম। ঝিমুনিতে ধরেছে, রাতে ঘুম হয় নি ঠিকমত। রিমি আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেল। প্রায় চার ঘন্টা লাগলো পারাপাত পৌছতে। মফস্বল শহর। আমাদের দেশের মতই। রাস্তাঘাট ভাঙাচোরা, লোকজনের পোশাক আশাকও দুর্বল। লেক টোবা বিশাল। এর মাঝখানে একটা দ্বীপ। লাভা চেম্বার ধ্বসে গিয়ে হ্রদটার সৃষ্টি। মিনিভ্যানের অন্যদের সাথে সাথে আমরাও ফেরীতে উঠলাম। ভালই ভীড়। ভাগ্য ভালো বৃষ্টি নেই তখন। বাংলাদেশের মত লেকে শাপলা কচুরীপানা। সামোসির দ্বীপের আকার নাকি সিঙ্গাপুরের সমান। কিন্তু পৌছে দেখলাম দ্বীপটা বেশ আন্ডার ডেভেলপড। লোকাল লোকজনের সাথে অনেক ট্যুরিস্ট আছে, বিশেষ করে ইউরোপীয়ান ট্যুরিস্ট। টুকটুক শহরে যখন কটেজে পৌছলাম তখন সন্ধ্যা হয় হয় অবস্থা। রুমগুলো মন্দ না, প্রাচীন ভাব আছে। কাপড় ছেড়ে বাইরে এসেছি তখন রাত। বড় শহর থেকে অনেক দুরে, অনেকদিন পর এরকম গাঢ় কাল আকাশ দেখলাম। মেঘ কমে গিয়ে তারা ঝিকমিক করছে। রিমি আর আমি গুটিসুটি মেরে কটেজের সিড়িতে ফিসফিসিয়ে গল্প করলাম অনেকক্ষন। ওদের ক্লাশের গল্প, বান্ধবীদের গল্প। আমি ওর চুলে নাক গুজে শ্যাম্পুর গন্ধ নিলাম। মাথাটা দু হাতে ধরে দেখলাম। মেয়েটাকে জড়িয়ে ধরে কোলে তুলতে মন চাইছে। চুলে মুখ ঘষতে ঘষতে ঘাড়ে একটা চুমু দিলাম। রিমির কথা বন্ধ হয়ে গেল সাথে সাথে। আমি ঠোট লেপ্টে নিলাম ওর ঘাড়ে। ও তখন মাথাটা ঘুড়িয়ে আমার দিকে ফিরল। তারপর নিজের মুখটা কাছে এনে গাঢ় করে চুমু দিল আমার ঠোটে। কটেজের লবি থেকে ক্যান্ডি নিয়েছিলাম। তার স্বাদ ওর ঠোটে। আমি বললাম, তোমার মুখে কি এখনও ক্যান্ডিটা আছে

Comments

Scroll To Top