নিজেকে নতুন করে আবিষ্কার – প্রত্যাবর্তন পর্ব ৩
(Nijeke Notun Kore Abiskar - Protyaborton - 3)
This story is part of a series:
সেখান থকে একটা বই নিয়ে পড়া শুরু করল আদ্রিতা। যদিও বইটা তার পড়া । তবুও অনেকদিন পর বই এর গন্ধ তার মন কে আরো উৎফুল্ল করে তুলল । সময় এর সাথে পাল্লা দিয়ে ছেলের জমানো বই গুল দেখছিল আদ্রিতা। সাইন্স ফিকশান , থ্রিলার, কবিতা , ছোটো গল্প প্রায় সব রকম এর বই ই আছে তার ছেলের কাছে। এক এ এক এ প্রায় সব বই ই উল্টীয়ে দেখছিল আদ্রিতা।
দেখতে দেখতে একদম নিচের তাক এ চলে এল আদ্রিতা। আদ্রিতা ভুলেই গিয়েছিল কেন তার কবির এর রুম প্রবেশ। সে মজে গিয়েছিল বই এর ভেতর। এভাবে খুজতে খুজতে হঠাত্ তার চোখ পড়ে একটা ডায়েরির উপর। না সেই সাথে আরো কোনো কিছু আছে। ডায়েরিটা এমনভাবে রাখা হয়েছিল যেন ভালভাবে না খেয়াল করলে বুঝা যায়। ডায়েরিটা টান দিতেই বেরিয়ে আসে প্যাকেট ।
কি আছে বা সেই প্যাকেট এ । ডায়েরিটা বা কেন এভাবে লুকিয়ে রাখা হয়েছিল???? বিভিন্ন প্রশ্ন মাথায় আঘাত করছে আদ্রিতার………
What did you think of this story??
Comments