এক গুচ্ছ চটি – প্রথম গল্পঃ রসের হাঁড়ি শ্বশুরবাড়ী – ৪
(EkGuccho Choti - Prothom Golpo - 4)
This story is part of a series:
“আহা মা, আমি কি ইচ্ছে করেই বোতাম খুলে রেখেছি নাকি? আর বাবা তো আমাকে নিজের মেয়ের মতো মনে করেন, উনি কিছু মনে করবে না দেখলে ও, কিন্তু মা, আপনি কি চান যে আমি এই গরমের মধ্যে বস্তা গায়ে দিয়ে ঘুরে বেড়াই…”-আসমা ন্যাকামি করে শাশুরিকে কথার জালে ফেললো।
“হুম…গরম টা একটু বেশি ই পড়েছে, কিন্তু মা, তোমার শ্বশুর তো এখন ও জওয়ান পুরুষ মানুষ, উনার সামনে তুমি আর আমি যদি এভাবে কম কাপড়ে ঘুরে বেড়াই, তাহলে সেটা কি ঠিক হবে?”-সখিনা বেগম বললেন।
“কম কাপড় কোথায় মা? ব্লাউজ পরেছি, এর উপরে শাড়ি ও পরলাম, আমার তো ইচ্ছে করছিলো, শুধু ব্লাউজ আর ছায়া পড়ে থাকতে…আপনি ও আমার মতই থাকুন না? আরাম হবে, আর আমি শুনেছি, মা…যারা বেশি বেশি ব্রা পড়ে, ওদের বুক ধিরে ধিরে ঢিলা হয়ে যায়…আর তাছাড়া বাবাকে সামলানোর জন্যে তো আপনি আছেনই…”-আসমা নরমে গরমে শাশুড়িকে ও নিজের দলে ভেরানোর চেষ্টা করলো।
“আর, তোমার শ্বশুরের কথা আর বলো না, এখন আর উনার আমাকে তেমন ভালো লাগে না…স্বামী স্ত্রী এক সাথে অনেকদিন সংসার করলে, ভালোবাসা কমে যায়…তোমার শ্বশুর এখন আর আমাকে তেমন ভালবাসেন না…”-সখিনা বেগম আক্ষেপ করে বললেন। কথার জালে জরিয়ে শাশুড়ির কথাকে ভিন্ন খাতে সরিয়ে দিলো আসমা কায়দা করে।
“কেন মা, আমি শুনেছি বাবা, আপনাকে সব সময় খুব ভালবাসতেন?”-আসমা জানতে চাইলো।
“সে তো বাসতেন…কিন্তু এখন উনার কি হয়েছে, জানি না…আমাকে একদম দেখতে পারেন না…রাতে তো না পারতে আমার সাথে ঘুমায়, আরেকটা রুম থাকলে উনি বোধহয়, আমাকে ছেড়ে ওখানেই ঘুমাতেন?”-শাশুড়ি আক্ষেপ করে বললো।
“বাবা তো আপনাকে তবু এতো বছর ধরে ভালবেসেছেন…আর এদিকে আপনার ছেলে?…আপনার ছেলে তো আমাকে এখনই ভালোবাসে না, সামনে যে কি হবে, জানি না…”-আসমা কায়দা করে নিজের দুঃখের একটা হালকা বার্তা দিয়ে দিলো শাশুড়িকে।
“কেন মা? আক্কাস তো তোমাকে খুব পছন্দ করে…”-আসমা বললো।
“ওই পছন্দ পর্যন্তই…রাতে ও আমাকে একটু ও আদর করে না…”-আসমা ধিরে ধিরে শাশুড়ির সাথে আরও একটু খোলামেলা হবার চেষ্টা করলো।
What did you think of this story??
Comments